উইকএন্ডের ছুটিতে দীঘা যাচ্ছেন ?করতে হবে অগ্রিম হোটেল বুকিং,বুকিং না থাকলে সাধের হোটেল পেতে খসবে ট্যাকের কড়ি ! কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং কমপ্লিট।২৫ ডিসেম্বর এর আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের।
নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন।কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই ইয়ার এন্ডে, এবছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির।পর্যটকদের জন্যে হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার।কারণ ভিড়ের কারনে দিনের দিন এলে হোটেল অমিল হবে।
সেক্ষেত্রে ছুটির মজা বানচাল হতে পারে।পছন্দমতো সাধ্যের হোটেল না পেলে গচ্চা যেতে পারে ট্যাকের কড়ি।হোটেলের কালোবাজারি রুখতে জেলাপ্রশাসন ও হোটেলিয়ারস অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে।নির্ধারিত ভাড়ার থেকে কোনো হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন হোটেলিয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র।
