টানা দু’দিন ধরে পুন্ডিবাড়ি ও আশপাশের এলাকায় দাপিয়ে বেড়ানোর পর অবশেষে শুক্রবার বন দপ্তরের উদ্যোগে উদ্ধার করা হল সেই গন্ডারটিকে। এর আগে গন্ডারের আক্রমণে গুরুতর জখম হন বছর ৮৫-এর বিভা কর ও বছর ৬৫-এর শ্যামল দাস। দু’জনেই বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বন দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার পুন্ডিবাড়ি বাজার এলাকায় আচমকা স্থানীয়দের উপর চড়াও হয় গন্ডারটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে অবশেষে কাবু করে উদ্ধার করা হয়।
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার জেরে তিস্তার জলে ভেসে এসেছে একাধিক বন্যপ্রাণী। সম্প্রতি মাথাভাঙ্গায় বন্য শূকরের আক্রমণে মৃত্যু ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই পুন্ডিবাড়ির গন্ডার আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছিল। গন্ডারের খোঁজে বন দপ্তর ইতিমধ্যেই মাইকিং করে সতর্কতা জারি ও কুনকি হাতি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল।
অবশেষে শুক্রবার সফলভাবে উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা। বন দপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া গন্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
