জম্মু ও কাশ্মীরের পাহালগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর এবং বাংলাদেশে কিছু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। আরপিএফ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এবং রেললাইনগুলিতে নিয়মিত নজরদারি, কুকুরদল ও বোমা শনাক্তকারী স্কোয়াডের মোতায়েন এবং যৌথ টহল চালানো হচ্ছে।
নিউ জলপাইগুড়ি আরপিএফ পোস্ট কমান্ডার মুকেশ কুমার রজক বলেন, “নিউ জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও পর্যটন কেন্দ্র। সন্দেহজনক কাউকে চিহ্নিত করলে দ্রুত যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আরপিএফ, জিআরপি ও বিএসএফ যৌথভাবে টহলদারি শুরু করেছে।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কপিনজল কিশোর শর্মা জানান, এই পদক্ষেপের আওতায় অসমের বাদরপুর স্টেশনেও বিস্তৃত নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে।