টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গে

টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরে। তবে জলপাইগুড়ি সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বুধবার সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি কারণে রাস্তার জল জমে যায়। জমা জলে সমস্যা হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষদের। তবে বৃষ্টির করে কৃষি জমিতেও জল জমতে শুরু করেছে।

 ফলে কৃষকদের চোখে হাসিও ফুটেছে। খরার জন্য ধান রোপন করতে পাচ্ছিল না কৃষকরা। অনেকে পাম্পসেটের সাহায্যে জল সেচ করে ধান রোপন করলেও রৌদ্রের তাপে মার যায়। চিন্তায় পড়েছিল কৃষকরা।  অবশেষে হাসি ফুটেছে তাদের মুখে।

এদিকে এত দিন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বর্ষার অপেক্ষায় থাকা কৃষকের মনে বাড়তি আনন্দের সঞ্চার ঘটিয়েছে প্রকৃতির আরেক ওয়েদার রিপোর্টার ব্যাঙ। শহরের বিভিন্ন মাঠ,কৃষি জমির ওপর বুধবার সকাল থেকেই দেখা গেছে ব্যাঙের জলকেলি সঙ্গে ব্যাঙের গলায় বর্ষার আগমনী গান।