কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক থানার মহবতপুর, দুলালটোলা এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোটসহ দুই মহিলাকে গ্রেফতার করে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।
উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি ৫০০ ও ২০০ টাকার নোট। ধৃতদের মধ্যে একজনের নাম নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানার, চাইপাড়া নাশতলা এলাকায়। আরেকজনের নাম জেসমিনা খাতুন বাড়ি, মোথাবাড়ি থানার শ্রীপুর খানপাড়া এলাকায়।
ধৃত দুইজনকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে, কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।
