বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহু টানাপোড়েনের পর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।
দীর্ঘ ৯ বছর পর মোটের উপর এসএসসির পরীক্ষার পর আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। এরই মধ্যে নতুন করে মামলা দায়ের হল হাইকোর্টে। পরীক্ষার প্রশ্ন ছিল ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা একাংশ। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি মিলেছে।মামলাকারীদের অভিযোগ, এসএসসির একাধিক বিষয়ের প্রশ্নে ভুল ছিল। অভিযোগ, এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রে একটি প্রশ্ন ও ভূগোলের তিনটি প্রশ্ন ভুল ছিল। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এই বিষয়ে জানিয়েছেন।
