শারদোৎসবের আগে উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়ি সংলগ্ন মেরি ভিউ চা-বাগানে আয়োজিত হয় “নব আনন্দে জাগো” কর্মসূচি। এদিন প্রায় ১৩০ জন মহিলা শ্রমিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
শ্রমিকদের চোখেমুখে আনন্দের ঝলক ধরা পড়ে। উপস্থিত ছিলেন টি এস্টেটের ম্যানেজার সুরজিৎ গোস্বামী, এস্টেট কর্তৃপক্ষের প্রতিনিধি সন্দীপ মিশ্র, উত্তরের দিশারির পরামর্শদাতা তমাল গুহ, কার্যকরী সভাপতি ডঃ অনুপম মুখার্জী, সম্পাদক পিনাকী সরকারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
উপস্থিত বক্তারা জানান, উৎসবের আনন্দ শুধু শহরেই নয়, চা-বাগান পরিবারগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। দিনভর আয়োজনে নাচ-গান ও আনন্দে মুখর ছিল গোটা চা-বাগান এলাকা।
