তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

২০১৮ তে অক্ষয় কুমার জানিয়েছিলেন তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার আমার কাছে অনেক প্রস্তাব আসে, এবং প্রচুর অঙ্কের টাকাও দিতে চায় তাঁরা। কিন্তু আমি এই খারাপ কাজে নিজেকে যুক্ত করতে চাই না। তবে সম্প্রতি তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল খোদ অভিনেতাকেই। এবং সমালোচিত হবার পরেই তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য ক্ষমাও চাইলেন তিনি। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ক্ষমা চেয়ে অক্ষয় লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। কয়েকদিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করবো না। তবে আমি এলাচের যে বিজ্ঞাপন করেছি, সেটা তামাক সংস্থারই।’ কিন্তু ‘আপনাদের অনুভূতিকে সম্মান জানিয়ে এ বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেবো। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এ বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এ সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইবো।’

প্রসঙ্গত,অনেক দিন ধরেই তামাকজাত এ সংস্থার পণ্যের বিজ্ঞাপনের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা অজয় দেবগন। গত বছর অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের মুখ হিসেবে যোগ দেন শাহরুখ খান। তবে এ সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবে নতুন সংযোজন ছিলেন অক্ষয়। তবে তার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভক্তকুল। এবিষয়ে প্রশ্ন তুলে তাঁরা জানান, অক্ষয় শরীরচর্চা এবং স্বাস্থ্যের বিষয়ে কথা বলেও কী করে একটি তামাক সংস্থার বিজ্ঞাপনে রাজি হলেন । তাহলে কি অর্থ উপার্জনই সব? কেউ কেউ তাকে ‘ভণ্ড’ বলেও উল্লেখ করেছেন।