মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু ঘিরে প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানা

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার প্রাণ হারায় বাঘিনী পায়েল। তার পরদিন বুধবার মারা যায় সাদা বাঘিনী রূপা। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

অরণ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে, বার্ধক্যজনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার (CZA) নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাশাপাশি ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে।

প্রয়াত বাঘিনী রূপার জন্ম আলিপুর চিড়িয়াখানাতেই। ২১ বছরের এই সাদা বাঘিনীর বাবা ছিল অনির্বাণ ও মা কৃষ্ণা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিল রূপা। এক সময় তার একটি পা প্যারালাইজড হয়ে যাওয়ায় চলাফেরার ক্ষমতাও হারিয়েছিল।

টানা দুই বাঘিনীর মৃত্যুতে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত কমিটির রিপোর্টে কী উঠে আসে, তার দিকে তাকিয়ে বিশেষজ্ঞ মহল।