প্রবল বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার! গত ২৪ ঘণ্টায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরে, যা এই বর্ষা মরশুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ। মুশলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা।
বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। শহরের নিচু এলাকাগুলিতে রাত থেকেই জল ঢুকতে শুরু করে। বিজি রোড এলাকা- সহ বিস্তীর্ণ অঞ্চল হাঁটুজলমগ্ন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ১২টা নাগাদ জল ঢোকে, আর এখনও পর্যন্ত পুরসভা পক্ষ থেকে জল বের করার কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
পাশাপাশি আলিপুরদুয়ার জংশনের অফিসার্স কলোনিতে, যেখানে শতবর্ষ প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান একজন বাসিন্দা। গাছ ভেঙে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
নিকাশি ব্যবস্থার বেহাল দশা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নিকাশি নালা সঠিকভাবে কাজ না করায় শহরের জল নামছে না বলেই অভিযোগ। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে রয়েছে, জনজীবন কার্যত স্তব্ধ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে, প্রতি বছর বর্ষার সময় এমন জলমগ্ন অবস্থার মুখোমুখি হতে হয়, তবু পুরসভা কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয় না।
এই পরিস্থিতিতে দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি তুলেছেন সাধারণ মানুষ। অন্যথায়, আরও কয়েকদিন টানা বৃষ্টি হলে শহরজুড়ে ভয়াবহ জলবন্দি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।
