শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা, এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প।যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে।
উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য হিয়ারিংয়ে আসতে হচ্ছে।
অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। আজকের সাধারণ মানুষকে দৌড়ে আসতে হচ্ছে এই হিয়ারিং এর জন্য।
