মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে। শাসক, বিরোধী উভয় পক্ষের তরফ থেকেই এই অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইয়ের বিরুদ্ধে ভোটার লিস্ট থেকে নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এবার বিএলও তথা ব্লক লেভেল অফিসারদের নিয়োগ ঠিকভাবে হয়েছে কিনা সেই বিষয়ে জানতে উদ্যোগী জাতীয় নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল, বিজেপি দুই দলই। শাসকদলের অভিযোগ, সদর দফতরকে ব্যবহার করে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢোকাচ্ছে পদ্ম শিবির। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে তৃণমূল।
