বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গী ‘অলোকা’

বিশ্বজুড়ে যখন হিংসা, বিভাজন আর অস্থিরতার খবরই শিরোনাম দখল করে থাকে, ঠিক তখনই নীরব পায়ে এক আশ্চর্য শান্তির বার্তা বহন করে চলেছে ভারতের এক পথ কুকুর। তার নাম অলোকা – যার অর্থ আলো। আজ সে শুধু একটি কুকুর নয় বরং শান্তি, দয়া ও সহানুভূতির জীবন্ত প্রতীক।

একদল বৌদ্ধ সন্ন্যাসী বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হেঁটে চলেছেন। কোনো প্রচার নেই, নেই স্লোগান শুধু হাঁটা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা। সেই যাত্রাপথেই ভারতে তাদের সঙ্গী হয় চার বছরের এক পথ কুকুর।

দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও সন্ন্যাসীদের সেবাযত্নে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর অলোকা যেন নিজের সিদ্ধান্তেই আবার ফিরে আসে সেই শান্তির পথে।

একসময় সন্ন্যাসীরা তাকে আনুষ্ঠানিকভাবেই তাঁদের পরিক্রমার সঙ্গী করে নেন। নাম দেওয়া হয় অলোকা – দ্য পিস ডগ। এরপর শুরু হয় এক অনন্য যাত্রা। বর্তমানে উনিশ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে অলোকা হাঁটছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। গন্তব্য ওয়াশিংটন ডিসি-তে। ইতিমধ্যেই তারা হাঁটা পথে প্রায় ২৩০০ মাইল পথ অতিক্রম করেছেন।

পথে পথে অলোকা ও সন্ন্যাসীদের আগমনের খবরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অলোকার সুবিধার জন্য ভ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে, কিন্তু সে খুব কমই তাতে ওঠে। প্রতিদিনই সে সাধুদের সঙ্গে হাঁটতেই ভালোবাসে নীরবে অবিচলভাবে।

সম্প্রতি এই বিশ্বপরিক্রমার ১০০ দিন পূরণ হল। এক ভারতীয় পথ কুকুর দেশ সীমানার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে। তার পদচিহ্ন  বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে শান্তি আর সহমর্মিতা এখনও সম্ভব।