কয়েকদিনের রেকর্ড ঠান্ডার পর রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলল। শীতের কনকনে দাপট কিছুটা কমতে শুরু করলেও নতুন করে বাড়ছে কুয়াশার প্রভাব।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা জনজীবনে সমস্যা তৈরি করতে পারে।
ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত শীতের প্রকোপ ছিল নজিরবিহীন। কলকাতায় পারদ নেমে গিয়েছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে।
কনকনে ঠান্ডায় সকাল-সন্ধ্যায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই শীতের তীব্রতা কমছে। ফলে আবহাওয়ার এই বদলে অনেকেই ধরে নিচ্ছেন এবছর শীতের স্থায়িত্ব হয়তো দীর্ঘ হচ্ছে না।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শীত কিছুটা কমলেও আর্দ্রতার পরিমাণ বাড়ার ফলে কুয়াশার দাপট বাড়বে বলেই আশঙ্কা।
বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদার বিভিন্ন এলাকাতেও কুয়াশার প্রভাব পড়তে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত একাধিক জেলায় সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা বাড়লেও কুয়াশার কারণে যান চলাচল ও দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই শীতের প্রকোপ কমলেও কুয়াশাজনিত ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
