প্লাটিনাম জুবিলি উদ্‌যাপনে প্রাক্তনীদের উচ্ছ্বাস ও স্মৃতিচারণ

প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার শহরে আয়োজিত হল শিলিগুড়ি কলেজের বর্ণাঢ্য পদযাত্রা। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে জড়ো হন বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনী, শিক্ষক ও বিশিষ্ট অতিথিরা। গান, বাদ্যযন্ত্রের সুর ও নানা সাংস্কৃতিক ট্যাবলোকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহরে।

কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফের কলেজ মাঠেই শেষ হয়। পথে পথে শহরবাসীকে আকৃষ্ট করে নানা থিমভিত্তিক ট্যাবলো—যেখানে স্থান পেয়েছে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বার্তা।

শোভাযাত্রায় কলেজের প্রাক্তনীদের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে। অনেকেই স্মৃতিচারণ করে জানান, কলেজের প্লাটিনাম জুবিলি শুধু একটি উদ্‌যাপন নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে বাঁধার এক বিশেষ মুহূর্ত।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসব চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। তখন আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে যোগ দেবেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায় সহ দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

শহরের মেয়র গৌতম দেব আগেই কলেজের প্লাটিনাম জুবিলি লোগো ও রেজিস্ট্রেশন ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন। মঙ্গলবারের পদযাত্রা যেন সেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করল।