সরস্বতী পুজোর আবহে হলুদ শাড়ির চাহিদা তুঙ্গে

চলতি সপ্তাহেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের আবহ।

 তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলুদ ও সাদা শাড়ির চাহিদা। ষোড়শী থেকে তরুণী সব বয়সের মহিলাদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে হলুদ শাড়ি।

সরস্বতী পুজোর সকালে হলুদ পাড়ের শাড়ি পরে পুজো মণ্ডপে ঘোরার রীতি বহুদিনের। সেই কারণেই পুজোর আগেই শহরের কাপড়ের দোকানগুলিতে বাড়ছে ভিড়। শিলিগুড়িতে গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পুজো মণ্ডপে সরস্বতী পুজো ধুমধাম করে পালিত হয়। এই উৎসবের আবহেই প্রতিবছরের মতো চলতি বছরেও বাজার চাঙ্গা।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাতে আর মাত্র তিন থেকে চার দিন সময় থাকলেও ইতিমধ্যেই দেদার বিক্রি শুরু হয়ে গিয়েছে।

 তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের কারণে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। বাজারে হলুদ শাড়ির দাম শুরু হচ্ছে প্রায় ২০০ টাকা থেকে।

এক কাপড় ব্যবসায়ীর কথায়, “পুজোর কথা ভেবে যে পরিমাণ শাড়ি তুলেছিলাম, তার প্রায় অর্ধেক ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। পুজোর আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।”

সবমিলিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ির বাজারে হলুদ শাড়ির চাহিদা এখন তুঙ্গে, যা খুশি করেছে ব্যবসায়ী থেকে ক্রেতা – সবাইকে।