পাটনার পর ব্যাপক আকারে পালিত হয় শিলিগুড়ির বৃহত্তর ছট পুজো। শহরের বিভিন্ন নদীঘাটে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাট সজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি। হিন্দি ভাষাভাষীকে কেন্দ্র করে শুরু হলেও এখন এই উৎসব হয়ে উঠেছে শিলিগুড়ির সর্বজনীন মিলনক্ষেত্র — ধর্ম, ভাষা, জাতিভেদ ভুলে এক আবেগে মেতে উঠেছে শহরবাসী।
এই আবহের মধ্যেই শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ড দপ্তরে প্রায় পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। কুলো, নারকেল সহ পূজনীয় সামগ্রী একে একে ব্রতীদের হাতে তুলে দেন তিনি।
এই উদ্যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে অমিত জৈন বলেন, বড় বড় মঞ্চ করে এটি কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং ব্রতীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই বাস্তবিক সহায়তা করাই উদ্দেশ্য।”
