কামতাপুরী ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অমিত রায়ের

অগণিত মানুষের উপস্থিতিতে মুলাইজোত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান ও কেপিপি সুপ্রিমো অমিত রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজবংশী–কামতাপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন অমিত রায়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। রাজবংশী কামতাপুরী ভাষার গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে মাঠ।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমিত রায় জানান, নতুন প্রজন্মকে এগিয়ে এসে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাঁর কথায়, “ভাষা বাঁচলে জাতি বাঁচবে।“ পাশাপাশি তিনি বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মদিন প্রসঙ্গে বলেন, শুধু উত্তরবঙ্গে ছুটি ঘোষণা যথেষ্ট নয়, এই দিনটি গোটা রাজ্য জুড়ে ছুটি হিসেবে ঘোষণা করা উচিত। এই দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।

সমগ্র অনুষ্ঠানজুড়ে রাজবংশী – কামতাপুরী সংস্কৃতির রঙিন উপস্থাপনায় উচ্ছ্বাসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা।