শীঘ্রই নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইন লঞ্চ করবে অমৃতঞ্জন হেলথকেয়ার। সেই উদ্দেশ্যে ভারতীয় ক্রীড়াবিদ তথা অলিম্পিক পদক জয়ী ভারোত্তোলক মীরাবাই চানু এবং কুস্তিগীর বজরং পুনিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করল অমৃতঞ্জন হেলথকেয়ার।
প্রসঙ্গত, অমৃতঞ্জন হেলথকেয়ারের এই বিজ্ঞাপন ক্যাম্পেইনটি একটি সম্পূর্ণ বডি পেইন ম্যানেজমেন্ট প্রোডাক্টের পোর্টফোলিও হবে। যার মাধ্যমে ব্যাক পেইন রোল-অন, জয়েন্ট মাসল স্প্রে এবং পেইন প্যাচ-এর মত শারীরিক সমস্যার কথা এই দুই ক্রীড়াবিদের মাধ্যমে তুলে ধরা হবে।
অমৃতঞ্জন হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস শম্ভু প্রসাদ বলেন, অমৃতঞ্জন ব্যাথা নিরাময়ের অগ্রদূত। আজ একশো বছরেরও বেশি সময় ধরে ব্যাথা নিরাময়ের ওষুধ হিসেবে ভারতবাসীর প্রথম পচ্ছন্দ অমৃতঞ্জন। তিনি বলেন, প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমরা সবসময় আয়ুর্বেদেকেই প্রাধান্য দিয়ে এসেছি। কারণ আয়ুর্বেদের কোন শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া থাকেনা বললেই চলে।