অ্যামওয়ের নিউট্রিলাইট পেল এনএফএসইউ-এনএসটিএস ট্রাস্টেড স্বীকৃতি

আজকের বাজারে উপলব্ধ পুষ্টি উপাদানযুক্ত পণ্যের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা সম্পর্কে ক্রেতাদের চিন্তা ক্রমশ বেড়েই চলেছে, এরই মাঝে সুস্বাস্থ্য ও সুস্থ জীবন যাপনে সহায়তা করা কোম্পানিগুলির মধ্যে অন্যতম সেরা কোম্পানি, অ্যামওয়ে ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে, নিজেদের সেরা ব্র্যান্ড নিউট্রিলাইটের প্রধান সাপ্লিমেন্টগুলির জন্য তারা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ)-এর প্রসিদ্ধ ট্রাস্টেড সার্টিফিকেশন প্রোগ্রামের অধীনে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ) – নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন টেস্টিং ফর স্পোর্টস্পার্সনস (এনএসটিএস) স্বীকৃতি লাভ করেছে। এই স্বীকৃতি উচ্চমানের, নিরাপদ ও বিজ্ঞানসম্মত নিউট্রিশন প্রোডাক্ট দেওয়ার প্রতি অ্যামওয়ের দ্বিধাহীন অঙ্গীকারকে আরও শক্তি প্রদান করেছে, যাদের প্রধান পাঁচটি প্রোডাক্ট – নিউট্রিলাইট অল প্লান্ট প্রোটিন, নিউট্রিলাইট ক্যাল ম্যাগ ডি প্লাস কে২, নিউট্রিলাইট গ্লুকোসামিন এইচসিএল উইথ বসওয়েলিয়া, নিউট্রিলাইট স্যামন ওমেগা ৩ সফটজেল ও নিউট্রিলাইট ডেইলি প্লাস ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ) দ্বারা স্থাপিত আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ, এই প্রোডাক্টগুলি ক্ষতিকর উপাদানের জন্য নিরপেক্ষভাবে যাচাই হয়েছে এবং স্পোর্ট নিউট্রিশনের বিশুদ্ধতা সুনিশ্চিত করেছে। 

এই সাফল্যের বিষয়ে কথা বলার সময় অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, রজনীশ চোপড়া জানান: “যে সময় নিউট্রিশন সাপ্লিমেন্টগুলির নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা ক্রমশ বেড়ে চলেছে, সেই সময় এমন এক স্বীকৃতি আমাদের 90 বছরের ঐতিহ্যবাহী ব্র্যান্ড নিউট্রিলাইটকে ঘিরে থাকা স্বচ্ছতা ও আস্থা আরও বাড়িয়ে তুলবে। নির্ভরযোগ্য ফ্যামিলি ব্র্যান্ড হিসাবে আমাদের অবস্থা আরও মজবুত হয়েছে, অন্যদিকে ক্রীড়াবিদ ও সুপ্রমাণিত গুণমান চাওয়া স্বাস্থ্য চর্চাকারী মানুষদের কাছে এর প্রাসঙ্গিকতা আরও বাড়ছে। অ্যামওয়ে ইন্ডিয়াতে আমরা চিরকালই গুণমান, নিরাপত্তা ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছি। মানুষকে আরও উন্নত জীবনযাপন করতে সহায়তা করার যে দর্শন আমাদের প্রেরিত করে, তার সাথে সঙ্গতি রেখেই আমরা সবসময় এটা নিশ্চিত করি যে আমাদের প্রতিটি উদ্যোগেই যেন এই উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। পুষ্টি বিভাগে আমাদের বহু দশকের অভিজ্ঞতা ও বিশ্বের সর্বাধিক বিক্রীত ভিটামিন ও ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড, নিউট্রিলাইটের সমর্থন আমাদের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করা নির্ভরযোগ্য নিউট্রিশন প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিরকালীন অঙ্গীকারকে আরও শক্তি জুগিয়েছে। নিউট্রিলাইট প্রোডাক্টগুলি যেকোনো বয়সের মানুষ ও পরিবারকে উপকৃত করার জন্যই প্রস্তুত করা হয়েছে। ৮০০ এরও বেশি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের নিয়ে তৈরি আমাদের আন্তর্জাতিক পরিবার বিশ্বমানের পণ্য তৈরি করে ও আপনার কাছে পৌঁছে দিতে নিরসল পরিশ্রম করে যায় এবং প্রতি বছর ৫,০০,০০০ এরও বেশি গুণমান পরীক্ষা সম্পন্ন করে, যার মাধ্যমে সেরা কার্যকারিতা ও নিরাপত্তাযুক্ত প্রোডাক্ট দিতে পারার আমাদের প্রচেষ্টাকেই তুলে ধরা হয়। এনএফএসইউ দ্বারা প্রদত্ত এই স্বীকৃতি এই সদা-নিয়োজিত মনোভাবের সাক্ষ্য দিচ্ছে এবং আমাদের প্রোডাক্টগুলির মাধ্যমে নতুন এক মানদণ্ড স্থাপন করছে।”

এই স্বীকৃতি দিয়েছে গুজরাটের এনএফএসইউ-তে সেন্টার অফ এক্সেলেন্স – ন্যাশনাল সাপ্লিমেন্ট টেস্টিং ফর স্পোর্টসপার্সন (সিওই-এনএসটিএস)- স্পোর্টস নিউট্রিশন সাপ্লিমেন্ট পরীক্ষার জন্য একটি সরকার স্বীকৃত কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক, এফএসএসএআই এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের মধ্যে সম্পাদিত একটি ত্রিপাক্ষিক এমওইউ-এর অধীনে স্থাপিত এই সিওই-এনএসটিএস, ডাব্লিউএডিএ দ্বারা নিষিদ্ধ উপাদানের বিরুদ্ধে উন্নত বিশ্লেষধর্মী ও ব্যাচ অনুযায়ী পরীক্ষা চালায়। প্রত্যয়িত প্রোডাক্টগুলিকে এনএফএসইউ-এর অফিশিয়াল পোর্টালে তালিকাভুক্ত করা হয় এবং প্রোডাক্টের গায়ে “NFSU-NSTS Trusted” চিহ্ন দেওয়া থাকে, ফলে ক্রীড়াবিদরা ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলি এগুলির নিরাপত্তা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে নিশ্চিত থাকেন। সুতরাং, নিউট্রিলাইটের এই 5টি প্রোডাক্ট এখন থেকে নিজেদের প্যাকেজিং-এ NFSU-NSTS লোগো রাখার, নিশ্চয়তা, ভরসা ও স্বচ্ছতার এক নিরপেক্ষ চিহ্ন বহন করে চলার অনুমোদন পাচ্ছে।