শহরের জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শনিবার বিধান রোডে একটি অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছে।
পদযাত্রায় অংশ নেন স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও পরিবেশ বন্ধু সদস্যরা।
পদযাত্রার মূল আকর্ষণ ছিল গোরুদের সঙ্গে সচেতনতা পদযাত্রা।
উদ্যোক্তারা জানান, বাজার ও ঘাটে ফেলে রাখা প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রাণীদের জন্য বড় বিপদ সৃষ্টি করছে।
অনেক সময় ফেলা প্লাস্টিক গোরুর পেটে চলে যায়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এদিন শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে প্লাস্টিক ব্যাগ বর্জন, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ সহ পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, “এমন ছোট উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে ও প্রতিদিনের অভ্যাস পরিবর্তনে সহায়ক হবে।”
উল্লেখ্য, শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ থাকলেও অনেকে এখনো তা ব্যবহার করছে।
