SIR নিয়ে ক্ষোভ, বর্ধমান স্টেশনে রেল অবরোধ—ব্যাহত ট্রেন চলাচল

SIR-এ হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে শনিবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা, কেউ কেউ শুয়েও পড়েন লাইনের উপর। আচমকা এই অবরোধে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, SIR সংক্রান্ত যাচাই ও নোটিস নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে তাঁরা রেল অবরোধে বসেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।