নারীদের দ্বারা পরিচালিত সংস্থা ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-র আহ্বানে মঙ্গলবার শুরু হল নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়। লক্ষ কলকাতার কলেজ স্ট্রিট। এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছেন দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকশো মহিলা। তাদের সঙ্গে পা মেলাতে মিছিলে হাঁটছেন আর.জি কর কাণ্ডের ‘অভয়া’-র বাবা ও মা। রয়েছেন আর.জি করে কর্মরতা বেশ কয়েকজন চিকিৎসক ও সেবিকাও।
‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অভ্যর্থনা সমিতির পক্ষে লুৎফা খাতুন জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও নারীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের যথাযথ বিচারের দাবি নিয়েই এই অঙ্গীকার যাত্রা। তাদের দাবি, নারীদের ওপর রাজ্যে বিভিন্ন সময় অন্যায় ঘটে যাচ্ছে, কিন্তু সেই অন্যায় এর বিচারের ক্ষেত্রে ন্যায় দিতে অসফল হচ্ছে প্রশাসন। আর সেই কারণেই পথে নেমেছেন রাজ্যের নারীরা। শিলিগুড়ি থেকে রওনা হওয়া এই অঙ্গীকার যাত্রায় মহিলাদের সঙ্গে পা মেলাচ্ছেন আর.জি কর কাণ্ডের শিকার অভয়া-র বাবা ও মা। তাদের দাবি, এই রাজ্যে যেখানে অন্যায় ও দুর্নীতি ঘটে, সেখানেই প্রশাসন সত্যের পাশ ছেড়ে দুর্নীতির পাশে দাঁড়ায়।
পরিবারকে কিছু অর্থ সাহায্য করে ঘটনার সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা চলে। মেয়েদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় সংকটে। তারা জানান, এই যাত্রা শুধু তাদের মেয়ের বিচারের জন্য নয়, রাজ্যের আর কোনো বাবা মা যেন কোনোদিন তাদের মত এমন অবস্থার শিকার না হন তারই চেষ্টা। রাজ্যের প্রতিটি নারীর নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের দাবি। শিলিগুড়ি থেকে শুরু হওয়া এই অঙ্গীকার যাত্রা রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গা অতিক্রম করে আগামী ১৬ ডিসেম্বর কলকাতা কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পৌঁছবে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে।
