জলপাইগুড়ি পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজোর আয়োজন

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে। আগামী ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছে পূজা কমিটি। ক্লাবের তরফে জানানো হয়েছে, এই গণেশ পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করবে। ইতিমধ্যেই প্যান্ডেল ও আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গেছে।