১০ নম্বর জাতীয় সড়কে (NH-10) ফের বিপত্তি। শনিবার সকালে কালিজোড়া সংলগ্ন পাহাড় থেকে হঠাৎই বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ে জাতীয় সড়কের ওপর। ফলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তাটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িগুলোকে আপাতত বিকল্প পথে—লাভা-গরুবাথান রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে রাস্তার উপর পাথর জমে থাকায় ভারী যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। তাই প্রশাসনের তরফে বড় যানবাহনের চালকদের আপাতত যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি প্রশাসন রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে। যদিও পাথরের আকার বিশাল হওয়ায় তা সরাতে কিছুটা সময় লাগবে বলে অনুমান। ইতিমধ্যেই যার ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে যানজট তৈরি হয়েছে। যাত্রীদের অসুবিধা কমাতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ১০ নম্বর জাতীয় সড়ক সিকিম ও উত্তরবঙ্গকে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ফলে এই ঘটনার জেরে পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের যাতায়াতেও বড়সড় প্রভাব পড়েছে।
