ফের এটিএম লুটের চেষ্টা

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ফের ঘটল এটিএম লুটের চেষ্টা। দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত ভালুগাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙার চেষ্টা চালায় চার দুষ্কৃতী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে একটি সাদা রঙের ছোট গাড়িতে করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে। সেই সময় এক স্থানীয় বাসিন্দা বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বর ও দুষ্কৃতীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাঁরা এসে পরীক্ষা করে নিশ্চিত করেন যে এটিএম থেকে কোনও টাকা লুট করা যায়নি। জানা গিয়েছে, মাত্র একদিন আগে ওই এটিএমে ৫ লক্ষ টাকা ভরা হয়েছিল।

বর্তমানে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে খড়িবাড়ি থানার পুলিশ।