রাজ্যে এসআইআর ঘিরে বাড়তে থাকা আতঙ্কের মাঝে শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকে ফের ঘটল মর্মান্তিক ঘটনা। রাজগঞ্জের আমবাড়ি এলাকার কামারভিটায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ভুবন চন্দ্র রায়ের (৬০) দেহ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়ির কাছের মাঠে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
পরিবারের দাবি, তিনদিন আগে বিএলও তাঁদের হাতে এনুমারেশন ফর্ম দেয়। বাড়ির অন্যান্য সদস্যদের নামে ফর্ম এলেও ভুবন রায়ের মেয়ের নামে কোনও ফর্ম আসেনি। এ কারণে প্রবল দুশ্চিন্তায় পড়েন তিনি। পরিবারের সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও চিন্তা কাটছিল না। বৃহস্পতিবার রাত থেকেই তাঁর খোঁজ মিলছিল না। শেষমেশ শুক্রবার সকালে মিলল ঝুলন্ত দেহ।
পরিবার আরও জানায়, ভুবনবাবুর মেয়ে আগের নির্বাচনে ভোট দিয়েছে। তারপরও হঠাৎ ফর্ম না আসায় ভুবনবাবু মনে করেন মেয়ের নাম হয়তো ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। সেই আতঙ্কই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলে পরিবারের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ভুবন রায়ের বাড়িতে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
