পবিত্র কেদারনাথ যাত্রার পথে ফের বিপর্যয়। সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গল চট্টির কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি পথে আচমকা ধস নেমে আসে। উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসা বড় বড় পাথরের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুণ্যার্থীর।
ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলা রয়েছেন। আহতদের দ্রুত গৌরীকুন্ডের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুদ্রপ্রয়াগ জেলার পুলিশ সুপার অক্ষয় প্রহ্লাদ কোন্ডে জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন। বাকি পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পাহাড়ি এলাকায় চলমান বর্ষার কারণে ভূমিধসের আশঙ্কা বেড়েছে বলে জানা গেছে ।
