পাহাড়ে ফের ধস, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০ — সিকিম – বাংলা যোগাযোগ বি*পর্যস্ত

ফের পাহাড় ধস। বৃহস্পতিবার রাত পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল সংলগ্ন এলাকায় ধস নামায় ভেঙে যায় রাস্তার বিস্তীর্ণ অংশ। খাদে তলিয়ে যায় সড়কের একাংশ। ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল।

সূত্রে জানা গেছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত সড়কের প্রায় ছয় ফুট অংশ ধসে গেছে। গভীর খাদে তলিয়ে যাওয়ায় দুই দিকের যান চলাচল হয়ে পরে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ধস সরানোর কাজ শুরু করলেও বিকেলের আগে সড়ক চালু হওয়ার সম্ভাবনা নেই।