ফের চিতাবাঘের তা*ণ্ডব, শিকারপুরে গু*রুতর জ*খম বৃদ্ধ

সাতগাছির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়াল শিকারপুরে। শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর ভাবে জখম ৫৮ বছর বয়সী গণেশ বর্মন।

জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বাড়ির পাশের একটি ঝোপের কাছে গোরু বাঁধতে যান গণেশ বর্মন। সেই সময় ঝোপের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ওই আক্রমণে গণেশবাবুর ডান চোখ বেরিয়ে আসে বলে সূত্রের খবর। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাবাসীদের সতর্ক করতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয়।

গণেশ বর্মনের অবস্থা গুরুতর হওয়ায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।