বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল আরও এক মন্ত্রীর।
কলকাতার বিশেষ সিবিআই আদালতে কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় সংস্থাটি। বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ গত কয়েক মাস ধরেই ইডির নজরে ছিলেন।
দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে বলে ইডি সূত্রের খবর। তদন্তকারীরা এর আগে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ নগদ টাকা উদ্ধার করে। সেখান থেকে তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। সেই ফোন আনলক করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।
