হোস্টেলের ঘরে থেকে মিলল ফের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ

খড়গপুরের আইআইটিতে রহস্যজনক মৃত্যু এক ছাত্রের।হোস্টেলের ঘর থেকে বুধবার ভোরে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুমে ওই ছাত্র থাকতেন বলে জানা গিয়েছে। ওই পড়ুয়া তেলঙ্গানার বাসিন্দা। মৃতের নাম কিরণ চন্দ্র। তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখার পরই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে।আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন পুলিশ। পড়ুয়ার মৃত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।প্রাথমিক রিপোর্ট আসার অপেক্ষায় আছেন পুলিশ।এর আগেও বহুবার ছাত্রের মৃত্যু নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে খড়গপুর আইআইটি-কে।