বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়।
এবার বিপাকে রাজ্যের আরেক মন্ত্রী। আদালতে ইডি জানাল, রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদন মিলতেই আদালতে গৃহীত হয়েছে চার্জশিট। এদিন আদালতের নির্দেশ, চন্দ্রনাথ সিনহাকে ১৫ দিনের মধ্যে তলবের সমন পাঠাতে হবে।
উল্লেখ্য, অগাস্টেই কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু এতদিন রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের প্রয়োজনীয় নথি হাতে না-পাওয়ায় বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এবার মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় আর কোনও বাধা থাকল রইল না।
