নিয়োগ দুর্নীতি নাম জরালো আরও এক যুব তৃণমূল নেতার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তের চার্জশিটে নয়া নাম। শান্তনু, কুন্তলের পর এই প্রথম নিয়োগ দুর্নীতির তালিকায় নাম জড়ালো আরও এক যুবনেতার। হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা রাহুলদেব ঘোষ।

জানা যাচ্ছে, রাহুল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যাোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে। ইডির জেরাতেও নাকি এই রাহুলের কথা স্বীকার করে নিয়েছে শান্তনু। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন রাহুল। চাকরির জন্য শান্তনুকে মোটা অঙ্কের টাকা দিয়ে চাকরি কিনেছিলেন রাহুল। সূত্রের খবর, একসঙ্গে দলে কাজ করা থেকে পরিচয় তাঁদের।

শুধুমাত্র রাহুলই নয়, রাহুলের মতো আর কারা টাকা দিয়ে শান্তনুর কাছ থেকে চাকরি নিয়েছিল, সেদিকটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনুর সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে রাহুল জানান, তারা দুজনেই একই দল করতেন এবং একই ব্লকের লোক সেই থেকে শান্তনু সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়।