পিকনিকের আনন্দে মেতে থাকা পর্যটকদের সামনে আচমকাই হাজির গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতিটিকে। হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ। কেউ বিস্ময়ে, কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্ত। ডামডিম এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা।
রবিবার ছাড়াও অন্যান্য দিনে আনন্দ আর চমকের দেখা মিলল লাটাগুড়িতে
