বাবা রবি রায় সামান্য টোটো চালক। কয়েক বছর থেকে শিলিগুড়িতে চিকিৎসা চলছে শ্রেষ্ঠার। কিন্তু বর্তমানে সমস্যা জটিল আকার নিয়েছে। অস্বাভাবিক খিচুনি সঙ্গে, যখন তখন অতিউত্তেজিত, চঞ্চল হয়ে ওঠে। আঁচড়ে, কামড়ে দিতে থাকে মেয়েটি।
প্রয়োজন সুচিকিৎসা। সেজন্য নিয়ে যেতে হবে ভিনরাজ্যে। প্রয়োজন অনেক টাকার। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন প্রতিবন্ধী (অন্ধ) মৃন্ময় সিংহ। মৃন্ময় আজ শ্রেষ্ঠার পরিবারকে শিলিগুড়িতে নিয়ে আসেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জনগণের কাছে সাহায্যের আবেদন করে পরিবারটি।
সেজন্য দেওয়া হয়েছে রবির 9851449673 মোবাইল নম্বর। এই নম্বরে সাহায্য পাঠিয়ে পরিবারটিকে সাহায্য করা যাবে। আপনার সাধ্যমতো সাহায্য করে শিশুটির প্রাণ বাঁচাতে সাহায্য করুন। এছাড়াও শেয়ার করে অন্যের কাছে অসহায় পরিবারটির আবেদন পৌঁছে দিন।
সাত বছরের শ্রেষ্ঠা রায়ের প্রাণ বাঁচাতে জনগণের কাছে সাহায্যের আবেদন
