বৈধ নথিপত্র ছাড়া পিকআপে আপেল, নকশালবাড়ি পুলিশের বাজেয়াপ্তি

বৈধ নথিপত্র না পাওয়ায় বাজেয়াপ্ত পিক‌আপ বোঝাই আপেল। গতকাল গভীর রাতে নকশালবাড়ি পুলিশের অভিযানে পানিঘাটা মোড় এলাকায় পিক‌আপ বোঝাই আপেল বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৈধ নথিপত্র না পাওয়ায় পিক‌আপ বাজেয়াপ্ত করে ৭০ কার্টুন আপেল বাজেয়াপ্ত করা হয়।

২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শৈলেন্দ্র গোন্ড ও হেমচন্দ্র রাম। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নেপালের ইটারি থেকে মিরিকের পশুপতি হয়ে উত্তরপ্রদেশের বারানসি যেত এই আপেল!  আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।