ডিএ পেতে চলেছেন কি সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে অবশেষে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মীদের মুখে। দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া ডিএ হাতে পেতে চলেছেন সরকারি কর্মীরা।

গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র অংশ মেটাতে বলেছে। হিসেব বলছে ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে।

এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ‌্য সরকার। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। নবান্ন তরফে ‘মডিফিকেশন পিটিশন’ ফাইল করা হয়েছে। তবে বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে। এর পরই রাজ্যের করা আবেদনের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।