নগরায়নের বিরূপ প্রভাব আরও একবার চোখে পড়লো জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার জলপাইগুড়ির জনবহুল দিনবাজার এলাকা থেকে এক বিরল প্রজাতির ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার করলো পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি।
বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির সরীসৃপ বন দপ্তরের সংরক্ষিত তালিকাভুক্ত। এর আগেও শহর সংলগ্ন অঞ্চল থেকে একাধিকবার এমন বিরল প্রাণী উদ্ধারের ঘটনা ঘটেছে।
পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি জানান, “নগরায়নের কারণে বন্য প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। ফলে এরা বাধ্য হয়ে লোকালয়ে আশ্রয় নিচ্ছে। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। মানব সভ্যতার টিকে থাকার জন্য এই প্রাণীগুলিকেও বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দারা প্রাণীটি দেখতে ভিড় জমালেও পরে সেটিকে নিরাপদে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
পরিবেশবিদরা আহ্বান জানাচ্ছেন – শহরায়নের সাথে তাল মিলিয়ে পরিবেশ সুরক্ষার দিকে আরও গুরুত্ব দিতে হবে।
