পোল্যান্ডে শাহরুখের ‘কিং’-এর শুটিংয়ে যোগ দিলেন আরশাদ ওয়ার্সি

আরশাদ ওয়ার্সি তার ‘প্রিয়’ শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শুরু করেছেন পোল্যান্ডের ওয়ারশতে। ইনস্টাগ্রামে একটি স্টাইলিশ ছবি পোস্ট করে তিনি এই খবরটি নিশ্চিত করেছেন। কালো টি-শার্ট, জ্যাকেট এবং ধূসর ট্রাউজারে ক্যামেরার সামনে পোজ দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি কোথায় আছি, আমার প্রিয়জনের সাথে শুটিং করার জন্য অনুমান করার কোনও মূল্য নেই… ঈশ্বরকে ধন্যবাদ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটি বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট। যদিও ছবির গল্প এখনো গোপন রাখা হয়েছে, তবে জানা গেছে, এতে শাহরুখ খান একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করছেন, যিনি বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ডে বিচরণ করেন। তার মেয়ে সুহানা খান এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করছেন একজন প্রশিক্ষণার্থী হিসেবে।

ছবির কাস্ট খুবই শক্তিশালী। শাহরুখ ও সুহানা ছাড়াও এতে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর। এছাড়াও রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতে আরশাদ ওয়ার্সির চরিত্রটি কী, তা এখনও জানা যায়নি।