বন্ধন মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে ‘অরূধা এসআইএফ’ তাদের প্রথম এসআইএফ কৌশল হিসেবে ‘অরূধা হাইব্রিড লং-শর্ট ফান্ড’-এর আনুষ্ঠানিক সূচনা করল। এটি একটি ‘ইন্টারভ্যাল ইনভেস্টমেন্ট’ কৌশল যার মূল লক্ষ্য হল ঝুঁকির সঠিক ব্যবস্থাপনা এবং কর-পরবর্তী মুনাফার দক্ষতা বজায় রেখে বিনিয়োগকারীদের সেরা রিটার্ন প্রদান করা। এই কৌশলের অধীনে মোট মূলধনের সর্বোচ্চ ৬৫ শতাংশ স্বল্প থেকে মধ্যমেয়াদী টার্ম ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা হবে। পাশাপাশি, ন্যূনতম ৩৫ শতাংশ মূলধন রাখা হবে সম্পূর্ণ ‘হেজড’ বা বাজার-নিরপেক্ষ ইকুইটি পজিশনে। এই লঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বন্ধন এএমসি লিমিটেডের সিইও বিশাল কাপুর বলেন, “অরূধা হাইব্রিড লং-শর্ট ফান্ডটি মূলত এইচএনআই, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ফ্যামিলি অফিসগুলির মতো বিচক্ষণ বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যারা এই অনন্য কাঠামোর এসআইএফ-এর মাধ্যমে কর-সাশ্রয়ী এবং সেরা রিটার্ন খুঁজছেন, এটি তাদের জন্য উপযুক্ত। অরূধা হাইব্রিড লং-শর্ট ফান্ড বিনিয়োগকারীদের একই সঙ্গে উচ্চমানের টার্ম ডেট থেকে নিয়মিত আয় এবং ইকুইটি আর্বিট্রেজ স্প্রেড-এর সুবিধা দেওয়ার চেষ্টা করে। এই সুগঠিত কৌশলটি মূলত উচ্চ-মানের ডেট ইনভেস্টমেন্ট এবং সম্পূর্ণ হেজড বা বাজার-নিরপেক্ষ ইকুইটি পজিশনের একটি সমন্বয়।”
ফান্ডের কৌশলপত্র অনুযায়ী, এটি ঋণপত্র ও মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং ইকুইটি ইনস্ট্রুমেন্টে সর্বনিম্ন ৩৫ শতাংশ এবং সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ করতে পারে। এছাড়াও, এই ফান্ডটি স্বল্পমেয়াদে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত আন-হেজড ডেরিভেটিভস এক্সপোজার নিতে পারে। এই কৌশলের অধীনে টার্ম ডেটের বিনিয়োগের ক্ষেত্রে এক থেকে চার বছরের অ্যাকটিভ ডিউরেশন ম্যানেজমেন্ট হিসেবে পরিচালনা করা হবে। বাছাই করা AA+/AA রেটিংযুক্ত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা হতে পারে, তবে তা মোট পোর্টফোলিও-র সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিনিয়োগের বাকি অংশ AAA-রেটিংযুক্ত অথবা সরকারি সিকিউরিটিজে রাখা হবে। ঋণপত্রের এই বরাদ্দের মূল লক্ষ্য হল বিনিয়োগে স্থায়িত্ব ও তারল্য বজায় রাখা এবং নিয়মিত আয়ের সুযোগ তৈরি করা।
ইকুইটির ক্ষেত্রে, এই কৌশলের লক্ষ্য হল অন্তত ৩৫ শতাংশ বরাদ্দ সম্পূর্ণ হেজড ইকুইটি পজিশনে থাকা। এই ইকুইটি কৌশলটি প্রকৃতিগতভাবে বাজার-নিরপেক্ষ এবং এটি সরাসরি বাজারের ওঠানামার ওপর বাজি না ধরে বরং শেয়ারের দামের অসামঞ্জস্য ও স্প্রেড থেকে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানোর দিকে মনোনিবেশ করে। এই আর্বিট্রেজ বরাদ্দটি মূলত পুরো পোর্টফোলিওতে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়তি আয় যোগ করার জন্য ডিজাইন করা হয়েছে।
