জিভে জল আনতে প্রস্তুত অরুণের ‘আইসক্রিম ডোনাট’

খাটি দুধ ও ক্রিম দিয়ে তৈরি আইসক্রিমের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় অরুণ আইসক্রিম এবার আরেকটি নতুন ফ্লেভার নিয়ে আসতে চলেছে। ক্যাসাটা স্লাইস, আইকোন, আইবার, স্পাইরাল, বাইটস, বল আইসক্রিম, আইসক্রিম স্যান্ডউইচ ও পুশআপ কটন ক্যান্ডির মতো আইকনিক পণ্যের পর এবার তারা বাজারে আনতে চলেছে আইসক্রিম ডোনাট।

এ যেন আইসক্রিমের জগতে মজাদার মোড়ক। এই বাইট-সাইজের মিষ্টি খাবারটি দেবে ফিউশনধর্মী আনন্দ। নতুন মজা খুঁজে চলেছেন, এরকম সকল বয়সের মানুষকে আকৃষ্ট করে অরুণ আইসক্রিম। ট্রেন্ড-নেতৃত্বাধীন উদ্ভাবন এবং গুণমানের সঙ্গে আপস না করে, ব্র্যান্ডটি ছোটদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে চলেছে। তবে শুধু ছোট নয় সমস্ত প্রজন্মকেই তারা আনন্দ দিচ্ছে।

পরীক্ষামূলক প্রচারে গ্রাহকদের কাছ থেকে অসাধারণ ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। গ্রাহকরা আইসক্রিম ডোনাটের অনন্য ফ্লেভারের সমন্বয়, ক্রিমি টেক্সচার এবং নজরকাড়া পরিবেশনার প্রশংসা করেছেন। ১০ টাকা দামের অরুণ আইসক্রিম ডোনাট বেলজিয়ান চকোলেট এবং কুকি এন ক্রিম ভ্যারিয়েন্ট/ফ্লেভারে সমস্ত এইচএপি ডেইলি ও অরুণ আইসক্রিম রিটেল আউটলেটগুলিতে পাওয়া যাচ্ছে।