প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ির বৈকুণ্ঠপূর বনদপ্তর এর অধীন বোদাগঞ্জ জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ী চা বাগানে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল , ব্যাহত হচ্ছিলো কাঁচা চা পাতা তোলার কাজ থেকে শুরু করে শ্রমিকদের রাতের ঘুম। অবশেষে শনিবার রাতে চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে পড়ে পূর্ণ বয়স্ক চিতা বাঘটি।
এই প্রসঙ্গে চা বাগানের বাসিন্ধা অমল নায়ক ফোনে জানান, প্রায় দেড় মাস থেকে এই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করে ছিলো এই চিতা বাঘটি, মাস খানেক আগে বাগানের করলা লাইনে ঝাউন্টু ওরাওকে আক্রমন করেছিল, এছাড়া চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশু শিকার করছিলো, আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে, তবে এই এলাকায় আরো চিতা বাঘ রয়েছে বলে জানান তিনি।
এদিকে সাতসকালে চিতা বাঘ আটকের খবর ছড়িয়ে পরতেই সস্থ্যি শ্রমিক মহল্লায়, খাঁচা বন্দী চিতা বাঘ দেখতে ভিড় জমায় আমজনতা। আটক চিতা বাঘটিকে সাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বৈকুণ্ঠ পূর বন বিভাগ সূত্রে জানা গেছে।
