মাস বদলের সাথে সাথে বদলে গেলো একাধিক নিয়ম

মাসের শুরু থেকেই শুরু হলো নিয়ম বদলের পালা। নভেম্বরের শুরু থেকেই অর্থ সংক্রান্ত একগুচ্ছ বদল হতে চলেছে। কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবায় আসছে বড় বদল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার প্রতি শনিবার করে ২২৬ টি মেট্রো চলবে, এতদিন ১৮৬ টি চলাচল করত। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৩০ এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোর সময় সকাল ৬ টা ৩২ এ। ব্যাঙ্কিং ক্ষেত্রেও আসছে বড়সড় পরিবর্তন।

এই সংশোধনীর দৌলতে অ্যাকাউন্ট হোল্ডাররা একসঙ্গে চারজন নমিনিকে বেছে নিতে পারবেন আজ থেকেই। পাশাপাশি কোন নমিনি কত শতাংশ টাকা পাবে সেটাও বরাদ্দ করে দেওয়া যাবে। পেনশনের ক্ষেত্রেও আসছে বদল। কেন্দ্র এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। চলতি মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দিলে টাকা পেতে দেরি হতে পারে।