মালদা টাউনে সং*ঘর্ষের মুখে আশা কর্মী-পুলিশ

একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন অভিযানে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়লেন আশা কর্মীরা।  

মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে প্রায় ৪০ থেকে ৫০ জন আশা কর্মীকে গৌড় এক্সপ্রেস ট্রেনে উঠতে দেয়নি মালদা টাউন জিআরপি পুলিশ।

রাজ্যজুড়ে আশা কর্মীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার রাতে মালদা জেলা থেকে আশা কর্মীরা গৌড় এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে মালদা টাউন স্টেশনে উপস্থিত হন। তাঁদের কাছে বৈধ ট্রেন টিকিট থাকা সত্ত্বেও জিআরপি পুলিশের পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

আশা কর্মীদের অভিযোগ, কোনও রকম আগাম নোটিস বা লিখিত নির্দেশ ছাড়াই পুলিশ তাঁদের যাত্রা আটকে দেয়। ফলে স্টেশন চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে তাঁরা স্টেশনে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত ট্রেনে উঠতে দেওয়া হয়নি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আশা কর্মীরা। তাঁদের দাবি, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালদা টাউন স্টেশনে জিআরপি পুলিশের তৎপরতা বাড়ানো হয়। তবে এই মুহূর্তে আশা কর্মীদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি ও বিষয়টি নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।