শুক্রবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একাধিক গাড়িকে। পরে বাইক আরোহীদেরও চাপা দেয় সেই গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সূত্রপাত এক দাগি মাফিয়ার গাড়ি থেকে। সকালবেলায় ওই ব্যক্তি গাড়ি থামিয়ে একটি দোকানে নামার সময় অসাবধানতাবশত এক্সেলেটরে চাপ পড়ে যায়। চালক গাড়ি বন্ধ না করায় দ্রুতগতিতে ছুটতে শুরু করে সেটি। গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮০-৯০ কিমি।
এরপর একে একে চার থেকে পাঁচটি গাড়িকে ধাক্কা মারে এবং বেশ কয়েকজন বাইক আরোহীকে আঘাত করে। এই ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে খবর। দুর্ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা গাড়ির চালক ও গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এমনকি গাড়ির উপর পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে।এদিকে, অভিযুক্ত মাফিয়ার পক্ষ থেকে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে জনতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর লেখা পর্যন্ত গাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি। বারবার এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। প্রশাসনের কাছে আরও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তাঁরা।