ম্যাচ শেষে রোহিতের সাথে ব্যাট করার অভিজ্ঞতা জানালেন রিঙ্কু সিং

বুধবার ভারত ও আফগানিস্তানের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে ২২ রানে ৪ উইকেট ফেলে দিয়ে বাইশ গজে দাপট দেখাচ্ছিলো আফগানিস্তানের প্লেয়াররা। ঠিক সেই সময় ম্যাচের হাল ধরেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। দলের অধিনায়কের সঙ্গে বিস্ফোরক মেজাজে ১৭৬.এর স্ট্রাইক রেটে ৩৯ বলে ৬৯ রানের অনবদ্ধ ইনিংস খেলে নটআউট থেকে মাঠ ছাড়েন রিঙ্কু।

ম্যাচ শেষে রিঙ্কু রোহিতকে কৃতজ্ঞতাও জানান। রিঙ্কু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে, রোহিত ভাইয়ার সাথে ক্রিজে সময় কাটিয়ে তাঁর আলাদাই একটি দারুণ অনুভূতি হচ্ছে এবং তাঁর থেকে সে অনেক কিছুই শিখতে পেড়েছে। এছাড়াও সিরিজ জিতে তাঁর ভালো লাগছে।আইপিএলর পর এবার ভারতীয় দলেও নিজের জাত চেনাচ্ছেন রিঙ্কু।

গত আইপিএল-এ কেকেআর দল হিসাবে পারফরম্যান্স করতে না পারলেও, বাঁহাতি ব্যাটার রিঙ্কু বাইশ গজে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন লড়াকু তিনি। এবার আফগানদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও সেই একইভাবে জ্বলে উঠেছিলেন তিনি। অন্যদিকে আফগানিস্তান ম্যাচের জয়ের পরে রিঙ্কুকে নিয়ে পঞ্চমুখ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। তিনি সাফ জানিয়ে দেন যে, দলের রিঙ্কুর মতো ব্যাটারের অবশ্যই প্রয়োজন। জাতীয় দলের হয়ে ২০ ওভারের ফরম্যাটে এখনও পর্যন্ত রিঙ্কুর ১৫ ম্যাচে তাঁর রান সর্বাধিক৩৫৬।