এথার এনার্জি ৫ লক্ষ বৈদ্যুতিক স্কুটার উৎপাদনের ঐতিহাসিক মাইলফলক অর্জন করল

ভারতের শীর্ষ বৈদ্যুতিক দ্বিচক্রযান এথার এনার্জি লিমিটেড আজ তাদের উৎপাদন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করার কথা ঘোষণা করেছে। সংস্থার ৫,০০,০০০তম স্কুটারটি তামিলনাড়ুর  হোসুর কারখানা  থেকে তৈরি হয়ে বেরোলো। ঐতিহাসিক ওই স্কুটারটি হল কোম্পানির জনপ্রিয় ফ্যামিলি স্কুটার  ‘রিজতা’- যা ২০২৪ সালে উদ্বোধনের পর থেকেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এথারের সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও স্বপ্নীল জৈন বলেন, “৫ লক্ষ স্কুটার উৎপাদনের এই মাইলফলক এথারের প্রযুক্তি,  গুণমান ও নির্ভরযোগ্যতার প্রতীক। প্রথম প্রোটোটাইপ থেকে শুরু করে আজকের এই সাফল্য শুধু গাড়ি তৈরি নয়,  বরং এক দীর্ঘস্থায়ী, নির্ভরযোগ্য ও উন্নত মানসম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার গল্প। এই অর্জন বহু বছরের প্রকৌশল দক্ষতা,  কঠোর পরীক্ষণ এবং প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখার ফল।  আমাদের প্রকৌশলী দল ও  কর্মীদের নিরলস প্রয়াস এবং গ্রাহকদের অকৃত্রিম ভালবাসার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

মাত্র এক বছরের মধ্যে রিজ়তা এথারের মোট উৎপাদনের এক-তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। সংস্থা বর্তমানে দ্রুতগতিতে উত্তর ও মধ্য ভারতের বাজারে, বিশেষত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শহরগুলোতে, তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এখন এথারের দুটি উৎপাদন কেন্দ্র আছে তামিলনাড়ুর হোসুরে। একটিতে যানবাহন সংযোজনের কাজ হয়, অন্যটিতে ব্যাটারি উৎপাদন হয়। এথারের সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানে ৪.২ লক্ষ স্কুটার। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সংস্থা মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজীনগর জেলার বিডকিন এলাকায় তৃতীয় উৎপাদন কেন্দ্র ‘ফ্যাক্টরি ৩.০’  স্থাপন করছে। ‘ইন্ডাস্ট্রি ৪.০’ মানদণ্ড মেনে, দুই ধাপে নির্মিত এই উৎপাদন কেন্দ্রটি চালু হলে এথারের মোট উৎপাদন ক্ষমতা হবে বছরে ১৪.২ লক্ষ বৈদ্যুতিক স্কুটার। ২০১৩ সালে তরুণ মেহতা ও স্বপ্নীল জৈন দ্বারা প্রতিষ্ঠিত এথার এনার্জি বর্তমানে এথার ৪৫০ সিরিজ ও এথার রিজ়তা নামে দুটি প্রোডাক্ট লাইন পরিচালনা করছে। এ ছাড়া, ভারতের প্রথম দুই চাকার ইভি প্রস্তুতকারক এই সংস্থা নিজস্ব ফাস্ট চার্জিং নেটওয়ার্ক  ‘এথার গ্রিড’ গড়ে তুলেছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত, এথার মোট ৪,০৩২টি চার্জার স্থাপন করেছে।