চলন্ত ট্রেনে এটিএম! যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

যাত্রীদের জন্য আরও এক অভিনব পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনেই টাকা তোলার ব্যবস্থা! সেন্ট্রাল রেলওয়ের আওতাধীন মুম্বই – মানমাদ পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)। এক বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের প্যান্ট্রি কারের অংশেই থাকবে এই এটিএম। ইতিমধ্যেই একটি রেক মানমাদ ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে এটিএম বসানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘ ট্রেনযাত্রার পর যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছে এটিএম খুঁজতে না হয়, সেই ভাবনা থেকেই এই অভিনব পরিকল্পনা।

সেন্ট্রাল রেলে জানিয়েছেন, ‘‘এটিএম-এর সুরক্ষার জন্য থাকবে সর্বক্ষণের জন্যে সশস্ত্র প্রহরী। পাশাপাশি যন্ত্রটি যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, তার জন্যে একটি বাতানুকূল কক্ষে এটিকে স্থাপন করা হবে।’’

তবে এটিএম চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ইন্টারনেট সংযোগ। কারণ, চলন্ত ট্রেনে রিয়েল টাইম ব্যাঙ্ক সংযোগ বজায় রাখতে হবে। রেল সূত্রে খবর, নিরবিচ্ছিন্ন ওয়ারলেস ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রযুক্তিগত পরীক্ষা।

প্রায় সাড়ে চার ঘণ্টার মুম্বই থেকে মানমাদ সফরে পঞ্চবটী এক্সপ্রেসে এটিএম পরিষেবা চালু রাখা সম্ভব হলেও, ভবিষ্যতে দীর্ঘ দূরত্বের ট্রেনে তা কেমন কাজ করে, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। পাইলট প্রজেক্ট সফল হলে পরবর্তী পর্যায়ে দেশের অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে রেলের।

চলন্ত ট্রেনে এটিএম! এক নতুন যুগের দিশা দেখাচ্ছে ভারতীয় রেল।