জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করার সময় এক দম্পতিকে গ্রেফতার করেছে বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতি ও চিতাবাঘের দাঁত উদ্ধার করা হয়েছে।
বনদপ্তর জানিয়েছে, ধৃত দম্পতির নাম পরিমলচন্দ্র দে এবং দেবযানী রায় দে। তারা কোচবিহারের কোতোয়ালি থানার ঝিনাইডাঙা এলাকার বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে জলদাপাড়ার সোনাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি ওজনের তিনটি হাতির দাঁতের টুকরো এবং চারটি চিতাবাঘের দাঁত উদ্ধার হয়েছে। তাদের ব্যবহৃত একটি ছোট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত পরিমল এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনে মামলাও রয়েছে। অন্যদিকে, তার স্ত্রী দেবযানী একজন ফিজিওথেরাপিস্ট হলেও তদন্তকারীদের ধারণা, তিনি এই পাচার চক্রের একজন গুরুত্বপূর্ণ লিংকম্যান হিসেবে কাজ করছিলেন। বনদপ্তর বিষয়টি খতিয়ে দেখছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
